শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গুজরাটে দাঙ্গার জন্য মোদি দায়ী নন : হাইকোর্ট

ভারতের গুজরাটে ২০০২ সালের যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সে সময় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী। ওই দাঙ্গায় নরেন্দ্র মোদির কোনো ষড়যন্ত্র ছিল না এই রায় দিয়েছে গুজরাট হাই কোর্ট। আদালতের বক্তব্য দাঙ্গা ঠেকাতে সম্ভাব্য সব চেষ্টাই করেছিলেন রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দাঙ্গা নিয়ে বিশেষ তদন্তকারী দলও একই মন্তব্য করে রিপোর্ট করেছিল। প্রাক্তন কংগ্রেস সংসদ সদস্য এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের রিপোর্টকে। জাকিয়ার আবেদন খারিজ করে দিয়ে আদালত জানাল, নরেন্দ্র মোদিদের বিরুদ্ধে নতুন করে ফৌজদারি মামলা শুরু করা হবে না। ২০০২ সালের দাঙ্গায় গুজরাটের যেসব এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে আহমেদাবাদ অন্যতম। সে শহরে সংখ্যালঘু প্রধান আবাসন গুলবর্গ সোসাইটিতে ভয়ঙ্কর হামলা হয়েছিল। অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছিল। সেই হামলাতেই মৃত্যু হয় প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির। এনডিটিভি।

 

সর্বশেষ খবর