প্রতি বছরই বিশ্বের এবং বিভিন্ন দেশের ধনীদের তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। এবারও করেছে। ভারতের জন্য সেই তালিকায় নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩৮ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তা প্রায় তিন লাখ ১০ হাজার কোটি টাকা (এক ডলার ৮১.৭৪ টাকা ধরে)। গত বছরে তুলনায় এবার তার মোট সম্পদ প্রায় ৬৭% অর্থাৎ প্রায় ১৫.৩ বিলিয়ন ডলার বেড়েছে। এর পর রয়েছেন আজিম প্রেমজি। উইপ্রোর এই মালিকের সম্পদের পরিমাণ ১৯ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছে অশোক লেল্যান্ডের মালিকানা হিন্দুজা ব্রাদার্সের হাতে। তাদের সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন ডলার। ইস্পাত কোম্পানির মালিক লক্ষ্মী মিত্তল তালিকায় চতুর্থ স্থানটি নিজের দখলে রেখেছেন। এই ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার। হিন্দুস্তান টাইমস