শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শান্তিতে নোবেল পুরস্কারে যাদের নিয়ে গুঞ্জন

এ বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন ও সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হয়ে গেছে। বাকি আছে শান্তি ও অর্থনীতিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নরওয়ে থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। বিশ্বজুড়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে, কে বা কারা এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীতদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি ও দুটি সংস্থা এবারের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বলে টাইম ম্যাগাজিন ও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এবার আলোচনার শীর্ষে রয়েছে, রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, সিরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস এবং এর নেতা রিদ আল সালেহ; ইরানের পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদরিকা মোগেরিনি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, তুরস্কের ক্যান ডি এন্ডার এবং কামহুরিয়াত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।

সর্বশেষ খবর