শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফের উত্তপ্ত হচ্ছে দার্জিলিং

কলকাতা প্রতিনিধি

তিন মাসেরও বেশি সময় ধরে চলা দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট গত ২৭ সেপ্টেম্বর প্রত্যাহার করে নিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। এর আগে জনমুক্তি মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাংও অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। দুই নেতার ধর্মঘট প্রত্যাহার করার পর দার্জিলিং স্বাভাবিক ছন্দে ফিরছিল। বৃহস্পতিবার একটি ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে দার্জিলিং। দার্জিলিংয়ের একটি বিজয় সম্মিলনীতে যোগ দিতে গিয়ে মারধরের শিকার হন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি দিলীপ ঘোষসহ দলের অন্য নেতা-কর্মীরা। দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূলের সমর্থনে   বিনয় তামাংয়ের লোকজনই ওই হামলা চালিয়েছে।

সর্বশেষ খবর