শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

২৬ ফুট অজগরটিকে খেয়ে ফেলল গ্রামবাসী

২৬ ফুট অজগরটিকে খেয়ে ফেলল গ্রামবাসী

ইন্দোনেশিয়ায় প্রায়ই দৈত্যাকৃতির অজগর সাপের দেখা পাওয়া যায়। এ ধরনের বিশাল এক অজগর ঘোরাফেরা করছিল সুমাত্রার বাতাং গানসাল জেলার একটি পাম বাগানের রাস্তায়। সাপটির মুখোমুখি হন নিরাপত্তাকর্মী রবার্ট নাবাবান। সাপটির প্রায় গ্রাস হচ্ছিলেন নাবাবান। কিন্তু এ সময় এগিয়ে আসে আশপাশের লোকজন। পরাজয় ঘটে ৮ মিটার (প্রায় ২৬ ফুট) লম্বা সাপটির। এরপর স্থানীয় লোকজন সাপটিকে খেয়ে ফেলে। আর এভাবেই দুর্ভাগ্যজনক পরিসমাপ্তি ঘটে দৈত্যাকৃতির অজগরটির। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল সাপটিকে নাবাবান ধরার চেষ্টা করলে সাপটি তাকে আক্রমণ করে। মানুষ আর অজগরের এই লড়াই চলতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী এগিয়ে এসে অজগরটি মেরে ফেলে। মৃত অজগরটি কিন্তু ছেড়ে দেয়নি গ্র্রামবাসী। প্রদর্শনের জন্য গ্রামের রাস্তায় সেটাকে ঝুলিয়ে রাখে। তারপর সাপটাকে কেটে টুকরো টুকরো করে, ভেজে ও রান্না করে খেয়ে ফেলে। বিবিসি।

সর্বশেষ খবর