শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আবারও দোকলামে সড়ক নির্মাণে চীন

দোকলাম ইস্যুতে ভারত-চীন সীমান্ত উত্তেজনা প্রশমিত হতে না হতেই ফের সেখানে নতুন করে সড়ক নির্মাণ শুরু করেছে বেইজিং। এনডিটিভি জানায়, ৫০০ সেনার পাহারায় আগের স্থান থেকে ১০ কিলোমিটার দূরের একটি সড়ক বড়ানোর কাজ শুরু করেছে চীন সরকার। ভুটান ও চীন দুই দেশই দোকলামকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে; ভারতের অবস্থান ভুটানের পক্ষে। জুনের মাঝামাঝি দোকলামের সিকিম সীমান্তের কাছে সড়ক নির্মাণ শুরু করেছিল চীন; ওই এলাকায় ভারতীয় সীমান্তটি ‘চিকেনস নেক’ নামে পরিচিত। সরু ওই সীমান্ত পথ দিয়েই উত্তরপূর্ব রাজ্যগুলোর সঙ্গে ভারতের অন্য অংশের সড়ক যোগাযোগ রক্ষা হয়। সেবার দোকলামে সড়ক নির্মাণ নিয়ে ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থান নেয়। উভয় দেশের সেনারা পরস্পরের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। প্রায় ৭০ দিনের সীমান্ত উত্তেজনার পর আগস্টের শেষ দিকে ভারত ও চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়।

সর্বশেষ খবর