শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যেভাবে ৩৮ দিন পুলিশের চোখ ফাঁকি দেন হানিপ্রীত+

যেভাবে ৩৮ দিন পুলিশের চোখ ফাঁকি দেন হানিপ্রীত+

৩৮ দিন ধরে পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়েছিলেন ধর্ষণের মামলায় সাজা পাওয়া ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের সঙ্গী ও পালিত কন্যা হানিপ্রীত। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, কেমন করে পালিয়ে থাকতে পেরেছিলেন। কলকাতা  টোয়েন্টিফোরডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৮ দিন ধরে ১৭ বার মোবাইল ফোনের সিমকার্ড বদলে ফেলেছেন হানিপ্রীত। এজন্য কখনো তিনি ছদ্মনাম নিয়েছেন। কখনো ধারণ করেছেন ছদ্মবেশ। শুধু তাই নয়, যখনই ভুয়া সিমকার্ড ব্যবহার করেছেন, তখনই সেই ফোনে ইচ্ছা করে দিয়েছেন ভুল লোকেশন। তাই তার নাগাল পেতে গিয়ে বিভ্রান্ত হয়েছে পুলিশ। পুলিশ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, যে ৩৮টি সিমকার্ড ব্যবহার করেছিলেন হানিপ্রীত, তার মধ্যে তিনটি সিমকার্ড ছিল আন্তর্জাতিক। ১৬টি ছিল দেশি। প্রতিটি সিম ব্যবহার করা হতো আলাদা আলাদা দুটি মোবাইলে। ফোনে কথা বলা নয়, যোগাযোগ করার জন্য হানিপ্রীত ব্যবহার করতেন হোয়াটসঅ্যাপ। তিনি এ সময় রাম রহিমের অন্যতম সহযোগী সুখদীপ কউরের সঙ্গেই বেশি কথা বলেছেন। কমপক্ষে ৩-৪টি আলাদা নম্বর ব্যবহার করে সুখদীপের সঙ্গে কথা বলতেন তিনি, তবে ঠিক কি কথা হতো তাদের মধ্যে তা জানা যায়নি।

সর্বশেষ খবর