শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আলোখেকো গ্রহ!

আলোখেকো গ্রহ!

গ্রহ। যা কোনো নক্ষত্র বা সূর্যকে কেন্দ্র করে বেঁচে থাকে। কিন্তু এবার এমন একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে যা শুধু আলো খায়। সেও তার ‘ওস্তাদ’ নক্ষত্রের আলো। আমাদের মহাশূন্যের সব চেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও বড় এই গ্রহটির স্বভাবে অনেকটা ‘রাক্ষুসে’। তার খিদে এতটাই যে, সেই গ্রহ থেকে আলো প্রায় বেরিয়ে আসে না বললেই চলে। আর আলো বেরিয়ে আসতে পারে না বলে সেই ভিন গ্রহের গায়ের রং মিশমিশে কালো। আদ্যোপান্ত পিচের মতো। মহাকাশের এই সদ্য আবিষ্কৃত ‘কৃষ্ণ’ অনেকটা ব্ল্যাক হোলের মতো। এই গ্রহটির নাম ‘ওয়াস্প-১২বি’।

এই গ্রহটির অস্তিত্ব হাবল স্পেস টেলিস্কোপে ধরা পড়ে ২০০৮ সালে। পরে নাসার স্পিত্জার স্পেস টেলিস্কোপ, চন্দ্র এক্স-রে অবজারভেটরিও সেই গ্রহটির অস্তিত্বের প্রমাণ পেয়েছে। আর সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে গত ১৪ সেপ্টেম্বর। আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ। যার শিরোনাম ‘দ্য ভেরি লো অ্যালবেডো অব ওয়াস্প-১২বি ফ্রম স্পেকট্রাল একলিপ্স অবজারভেশন উইদ হাবল’।

তবে গবেষণায় বলা হয়েছে, মহাকাশের এই ভিন গ্রহটির আয়ু কিন্তু খুব বেশি নয়। কারণ, তার বায়ুমণ্ডল আর তার শরীরের অংশ একটু একটু করে খেয়ে নিচ্ছে তার জন্মদাতা নক্ষত্র। ফলে এক দিন তার জন্মদাতা নক্ষত্রের সর্বগ্রাসী ক্ষুধায় আত্মবলি দিতে হবে ভিন গ্রহটিকে।

গবেষকরা বলছেন, এখনো পর্যন্ত যে প্রায় সাড়ে ৩ হাজার ভিন গ্রহ আবিষ্কৃত হয়েছে, ‘ওয়াস্প-১২বি’ই তার মধ্যে একমাত্র ‘আলোখেকো গ্রহ’। এমন আজব গ্রহের হদিস এর আগে মেলেনি ব্রহ্মাণ্ডে। গ্রহটি অবশ্য পৃথিবী থেকে অনেকটাই দূরে। আলোর গতিতে ছুটলে ‘খাই খাই’ করা সেই ভিন গ্রহটিতে পৌঁছতে আমাদের সময় লাগবে ১ হাজার ৪০০ বছর। সেটি রয়েছে ‘অরিগা’ নক্ষত্রপুঞ্জে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর