ভারতীয় বিমানবাহিনী স্বল্প সময়ের নোটিসে যে কোনো যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এ কথা বলেছেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল বি এস ধানোয়া। গতকাল ছিল বিমানবাহিনীর ৮৫তম বার্ষিকী (বিমানবাহিনী ডে)। এ উপলক্ষে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে বিমানসেনাদের উদ্দেশে এক বক্তৃতা রাখেন তিনি। আর তখনই বিমানবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গিয়েই ওই কথা বলেছেন এয়ার মার্শাল ধানোয়া। দেশটির প্রতি যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় বিমানবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে বিমানবাহিনী প্রধান বলেন, ‘আমরা স্বল্প সময়ের নোটিসে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।’ তিনি আরও জানান, তার বিমানবাহিনী বহুমাত্রিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে ‘সমন্বিত পরিকল্পনা’ (জয়েন্ট ম্যানশিপ) প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। গত বছর জানুয়ারিতে পাঞ্জাব রাজ্যে অবস্থিত পাঠানকোট বিমান ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো হুমকি মোকাবিলায় বিমানবাহিনীর সব স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। হিন্দু অনলাইন।