শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে কড়া হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি ঝুঁকিতে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ আলি জাফারি গতকাল বলেছেন, ‘আমরা অতীতেও ঘোষণা করেছি, আমেরিকা যদি নতুন নিষেধাজ্ঞা পাস করে তাহলে এই দেশটিকে তাদের আঞ্চলিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের ২০০০ কিলোমিটার আওতার বাইরে সরিয়ে নিয়ে যেতে হবে।’ শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সন্ত্রাসবাদে মদদ ও সাইবার অপারেশনের জবাবে নতুন ইরান নীতির ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাফারি বলেন, রেভ্যুলুশনারি গার্ডকে সন্ত্রাসী গ্রুপ আখ্যা দেওয়ার ব্যাপারে আমেরিকান সরকারের নির্বোধ পদক্ষেপের সংবাদ যদি সত্য হয়, তাহলে রেভ্যুলুশনারি গার্ড সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের মতো করে বিবেচনা করবে। যুক্তরাষ্ট্র যদি মনে করে আঞ্চলিক ইস্যুতে ইরানকে চাপ দেওয়া যাবে তাহলে তারা ভুল করবে বলেও মন্তব্য করেন রেভ্যুলুশনারি গার্ডের প্রধান।

এদিকে বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির ফলে ইরানের প্রাপ্ত সুবিধাদি বিশ্বে ‘দশজন’ ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব ঘটলেও পাল্টানো যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। রাশিয়া টুডে, প্রেস টিভি।

সর্বশেষ খবর