নেইট’র আঘাত
হারিকেন ‘নেইট’ যুক্তরাষ্ট্রের গাল্ফ উপকূলবর্তী লুইজিয়ানা ও মিসিসিপি রাজ্যের স্থলভাগে দুবার আছড়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থলে আঘাত হানার পর হারিকেনটি দুর্বল হয়ে ট্রপিক্যাল ঝড়ে রূপ নিয়েছে। দুর্বল হয়ে এটি মিসিসিপি ও আলাবামার উপর দিয়ে প্রবাহিত হয়ে স্থলভাগের আরও অভ্যন্তরে এগিয়ে যাচ্ছে বলে জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে। গত ছয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা তৃতীয় হারিকেন হচ্ছে ‘নেইট’। সিএনএন।
সিদ্ধান্ত বদল ট্রাম্পেরমার্কিন দূতাবাস এখনই জেরুজালেমে সরিয়ে নেবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এ কথা জানিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তির বিষয়কে এগিয়ে না নেওয়া পর্যন্ত তিনি দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার তার বিতর্কিত অঙ্গীকার বাস্তবায়ন করবেন না। সাবেক গভর্নর মাইক হুকাবির টিভি শো’তে ট্রাম্প এ কথা বলেন। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে বর্তমানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। পুরো জেরুজালেমের ওপর ইসরায়েলের একতরফা নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত দূতাবাসগুলোর অবস্থান তেলআবিবেই থাকবে। এএফপি।