স্পেনের সরকার প্রধান প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই কাতালান নেতাদের হুমকি দিয়ে বলেছেন, সে অঞ্চল স্বাধীনতার ঘোষণা দিলে ফল ভালো হবে না। এক্ষেত্রে তিনি কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রী রাখোই গতকাল বলেছেন, কাতালুনিয়া স্বাধীনতার ঘোষণা দিলে তাদের স্বায়ত্তশাসনের ক্ষমতা স্থগিত করা হবে। তিনি এও বলেন, ‘স্বাভাবিকভাবে, আমার মনে হয় না, আমাদের সেরকম কঠোর কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু সেই পরিস্থিতি এড়াতে হলে যা হবার নয় তা করার চেষ্টা বন্ধ করতে হবে।’ স্পেনের সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত পহেলা অক্টোবর কাতালোনিয়ায় স্বাধীনতা বিষয়ক গণভোটের আয়োজন করেন স্থানীয় নেতারা। গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দেন অধিকাংশ মানুষ। কাতালোনিয়ান নেতারা এর আগে ঘোষণা দিয়েছেন আজই (সোমবার) তারা এ অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করবেন।
শনিবার স্পেনের দৈনিক সংবাদপত্র এল পাইসকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী রাখোই বলেছেন, কাতালোনিয়াদের সঙ্গে আলোচনা ও সমঝোতার কোনো চেষ্টা হবে না। সাক্ষাত্কারে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা যাদের অর্থপূর্ণ কিছু না হয় সেজন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। সাক্ষাত্কারে তিনি আরও বলেন, ‘আমি সঠিক সময়ে সঠিক কাজটি করবো... আমি চাই স্বাধীনতা ঘোষণার হুমকি যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা হোক।’ অবশ্য এখন পর্যন্ত সরাসরি সংবিধানের ১৫৫ ধারা প্রয়োগ করার কথা বলেননি রাখোই। এ ধারা প্রয়োগ করে স্পেন সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করতে পারে এবং নতুন আঞ্চলিক নির্বাচন আয়োজন করবে। এএফপি