শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দরিদ্রদের দেওয়া ওবামার ভর্তুকি বাতিল করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাস্থ্য বিষয়ক প্রকল্প ওবামাকেয়ারে নিম্ন আয়ের রোগীদের জন্য স্বাস্থ্যবীমায় সরকারি ভর্তুকি বাদ দিয়েছেন। গতকাল এ বিষয়ে আদেশে স্বাক্ষর করেন তিনি। একই সঙ্গে তিনি স্বাস্থ্যসেবা নীতির ‘দুর্বলতা কাটিয়ে উঠার’ জন্য ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ওবামাকেয়ার একটি বিশৃঙ্খল ব্যবস্থা। আমরা আমেরিকার মানুষের জন্য সবচেয়ে ভালো স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উল্লেখযোগ্য নীতি ছিল ওবামাকেয়ার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২ কোটি মানুষ স্বাস্থ্যবীমার আওতায় এসেছিল। ট্রাম্প ওবামার স্বাস্থ্যনীতির পরিবর্তে অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট (সাশ্রয়ী মূল্যের সেবা আইন ) বাস্তবায়ন করতে চান। কিন্তু ওবামাকেয়ার বাতিলে দেশটির সিনেট সম্মত হয়নি। ওবামাকেয়ারে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তে ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। একই সঙ্গে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দিয়েছেন। বিবিসি, রয়টার্স।

সর্বশেষ খবর