মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কিরকুকের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরাকি বাহিনীর

কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক শহরের ‘বড় অংশ’ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। গতকাল রাষ্ট্রীয় টিভিতে এ এই দাবি করা হয়। তবে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার (কেআরজি) কিরকুকে তাদের নিয়ন্ত্রিত এলাকা হাতছাড়া হওয়ার খবর অস্বীকার করেছে। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সরকারি বাহিনীকে সাধারণ জনগণ ও কুর্দি পেশমেরগা বাহিনীর সহযোগিতা নিয়ে কিরকুকে নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করতে নির্দেশ দিয়েছেন। এরপরই কিরকুকের তেলখনি ও কুর্দিদের সামরিক স্থাপনাসহ বড় অংশের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে খবরে দাবি করা হয়। কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটে অধিকাংশ কুর্দি হ্যাঁ ভোট দেয়। এ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের বিরোধ চলছে। বিবিসি।

সর্বশেষ খবর