মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রথম বোমা না ফেলা পর্যন্ত কূটনীতি অব্যাহত থাকবে : টিলারসন

উত্তর কোরীয় সংকট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়েই উত্তর কোরীয় সংকটের সমাধান চান বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এক্ষেত্রে তার ভাষায় ‘প্রথম বোমা না ফেলা পর্যন্ত’ কূটনৈতিক পন্থাই অব্যাহত থাকবে। মার্কিন গণমাধ্যম সিএনএনকে রবিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন টিলারসন। প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসায় চেষ্টা করে তিনি যেন অযথা সময় নষ্ট না করেন। এদিকে, উত্তর কোরীয় ইস্যুতে টিলারসনের মন্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের জলসীমায় যৌথ নৌমহড়া শুরু করেছে। দেশ দুটির সেনাদের অংশগ্রহণে গতকাল থেকে পাঁচ দিনের এ নৌমহড়া শুরু হয়েছে।  উত্তর কোরিয়ার তরফে সম্ভাব্য নৌ উসকানির জবাব কীভাবে দেওয়া হবে তা চর্চা করাই এ মহড়ার মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের  প্রশান্ত মহাসাগরীয় ভূখণ্ড গুয়ামে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতেই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। বিবিসি, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর