রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার সক্ষমতার খুব কাছে উ. কোরিয়া

সিআইএ পরিচালকের সতর্কবাণী

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার সক্ষমতার খুব কাছে উ. কোরিয়া

মাইক পম্পিও

দুই দেশের উত্তেজনা যেন থামছেই না। প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে দেশ দুইটি। এবার উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে সতর্ক করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক মাইক পম্পিও। তিনি বলেন, ওয়াশিংটন এখনো উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা সমাধানে কূটনীতি এবং নিষেধাজ্ঞাকে প্রাধান্য দিয়ে আসছে। তবে সামরিক বাহিনীকেও বিকল্প হিসেবে হাতে রাখা হয়েছে। উত্তর  কোরিয়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’ এর এক অনুষ্ঠানের বক্তব্যে পম্পিও বলেন,  উত্তর কোরিয়া এখন (যুক্তরাষ্ট্রে) পরমাণু বোমা হামলার সক্ষমতা অর্জনের অনেক কাছে চলে এসেছে। এখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে তাদের এ চূড়ান্ত পর্যায় থামিয়ে দেওয়া যায়। তিনি আরও বলেন, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা এখন এত দ্রুত কাজে এগিয়ে যাচ্ছে যে তারা কোন সময় সক্ষমতা অর্জন করে ফেলবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পক্ষে তা বোঝা মুশকিল। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছিলেন, তারা উত্তর কোরিয়ার সমস্যা কূটনেতিক উপায়েই সমাধান করতে চাইছেন। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলেচনায় বসার চেষ্টা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। বিবিসি।

সর্বশেষ খবর