শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

টুইটারের কল্যাণে প্রেসিডেন্ট ট্রাম্প!

টুইটারের কল্যাণে প্রেসিডেন্ট ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার সব সময়ই একটিভ। সেটা দিন হোক বা রাত। ভালো-খারাপ সব অভিব্যক্তিই টুইট করতে সময় নেন না ট্রাম্প। এ নিয়ে সমালোচনাও কম নয়। টুইটে বানান ভুলসহ উদ্ভট কিছু শব্দের ব্যবহার নিয়ে তো শোরগোল হয়েছে। কিন্তু তাতে কিছুই যায় আসে না প্রভাবশালী এই প্রেসিডেন্টের। তিনি টুইটার ব্যবহারের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। তিনি মন্তব্য করেছেন, তিনি বিশ্বাস করেন টুইটার ছাড়া তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারতেন না। তিনি সামাজিক এ মিডিয়াকে বিশাল এক ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন ওই সব গণমাধ্যম পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করে। তাই এমন মিডিয়াকে পাশ কাটিয়ে তিনি টুইটারের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন বা মত বিনিময় করেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেনডেন্ট। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত টুইটার ব্যবহার করেন। তিনি নিয়মিত বিরোধী রাজনীতিকদের আক্রমণ করেন টুইটার ব্যবহার করে। তাকে যারা সমালোচনা করেন তাদের এক হাত দেখিয়ে দেন টুইটার ব্যবহার করে। এসব মানুষকে তিনি দিনের একেবারে শুরুতে অথবা রাতের শেষভাগে এমন পোস্ট দিয়ে ঘায়েল করেন। এত বেশি টুইটার ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য তার নিজ দল রিপাবলিকানের অনেক নেতা আহ্বান জানিয়েছেন। তিনি এর জবাবে বলেছেন, কিছু বন্ধু তাকে সামাজিক এই মিডিয়া ব্যবহার করার বিষয়ে পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। কিন্তু তাদের সঙ্গে একমত নন ট্রাম্প। তিনি বলেন, যদি সামাজিক মিডিয়া না থাকত তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কিনা তা নিয়ে আমার সংশয় আছে। ফক্স বিজনেট নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তার ওই সাক্ষাৎকারটি এখনো প্রচার হয়নি। শিগগিরই তা প্রচার হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর