শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়াকে কঠোরভাবে মোকাবিলার অঙ্গীকার আবের

উত্তর কোরিয়াকে কঠোরভাবে মোকাবিলার অঙ্গীকার আবের

উত্তর কোরিয়ার হুমকি কঠোরভাবে মোকাবিলার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। রবিবারের নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় গণমাধ্যম বলছে, আবের জোট পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে। ফলাফলের পর আবে বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার অনুসারে আমার প্রথম কাজ হবে উত্তর কোরিয়াকে সামলানো। এ জন্য শক্ত কূটনীতি দরকার।’ মূলত উত্তর কোরিয়ার হুমকি ধামকির পরিপ্রেক্ষিতে দেশটিতে আগাম সাধারণ নির্বাচন দিয়েছিলেন শিনজো আবে। স্থানীয় বিভিন্ন খবরে বলা হচ্ছে, আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি বা ৩১০টি আসনের বেশি আসনে জয়ী হয়েছে। তবে সরকারিভাবে এখনো ফলাফল ঘোষণা হয়নি। দেশটি টাইফুন ল্যানের আঘাতের কারণে ফলাফল ঘোষণা দেরি হচ্ছে বলে  জানিয়েছে।

এদিকে জাপানে ‘ল্যান’ নামে একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ৩টার দিকে সিজুয়োকা শহরে ঘণ্টায় ১৯৮ কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেনটি। রবিবার দেশটিতে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এদিনেই হারিকেনটি আঘাত হানে।   হারিকেনে নিহতদের দুজন ফুকুওকা শহরের বাসিন্দা। সিএনএন, রয়টার্স।

 

সর্বশেষ খবর