শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছয় জাতি আলোচনায় ফিরবে না উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ঘোষণা করেছে, আমেরিকার সঙ্গে দেশটির চলমান সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত দেশটি ছয় জাতি আলোচনায় ফিরবে না। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিষয়ক মহাপরিচালক চোয়ে সন-হুই রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক সম্মেলনে একথা ঘোষণা করেন। তিনি বলেন, মার্কিন সরকারের উত্তর কোরিয়া বিদ্বেষী নীতির কারণে কোরীয় উপদ্বীপে বর্তমানে তীব্র উত্তেজনা চলছে। সন-হুই বলেন, ওয়াশিংটনের সঙ্গে নিজের মতবিরোধ মিটিয়ে ফেলার আগ পর্যন্ত ছয় পক্ষীয় আলোচনায় ফিরবে না পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার এই শীর্ষস্থানীয় কূটনীতিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা বিদ্বেষী নীতি পরিত্যাগ না করলে পিয়ংইয়ং তার পরমাণু অস্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করবে। চীন, রাশিয়া, জাপান, আমেরিকা ও দুই কোরিয়ার মধ্যে এক দশকে আগে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল সেটি ছয় জাতি আলোচনা নামে পরিচিত। তবে সে আলোচনায় কখনোই তেমন কোনো অগ্রগতি অর্জিত হয়নি। গত কয়েক বছরে এ আলোচনা বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর