বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

পোষা প্রাণীর ওপর কর

পোষা প্রাণীর ওপর কর

ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দাদের এখন থেকে যেকোনো ধরনের প্রাণী পোষলে কর দিতে হবে! রাজ্য সরকার গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন (নোটিফিকেশন) জারি করেছে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, রাজ্যের যেসব বাসিন্দা প্রাণী পুষতে চান তাদেরকে প্রাণীভেদে একটা নির্দিষ্ট হারে করা প্রদান করতে হবে। শুধু তাই নয়, এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাদের বছরে একবার লাইসেন্সও নিতে হবে। প্রাণীভেদে করের পরিমাণ কত হবে তার একটা তালিকাও দেওয়া হয়েছে। ছোট প্রাণী যেমন কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল, হরিণ ও শুয়োর পোষলে প্রতিটির জন্য বছরে ২৫০ রুপি কর দিতে হবে। আর বড় আকারের প্রাণী যেমন গরু, মহিষ, ষাঁড়, উট, ঘোড়া ও হাতির জন্য বছরে ৫০০ রুপি কর দিতে হবে। পাঞ্জাব রাজ্য সরকার ইতিমধ্যে পোষা বা গৃহপালিত প্রাণীদের শনাক্তকরণ চিহ্ন বা নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা এএনআই’র এক প্রতিবেদনে গতকাল এ কথা বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর