শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
মন্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

ভারতে সিনিয়র সাংবাদিক গ্রেফতার

ভারতে বিনোদ ভার্মা নামে বিবিসির সাবেক এক সাংবাদিককে গ্রেফতার করেছে ছত্রিশগড় পুলিশ। গতকাল খুব সকালে তাকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ছত্রিশগড় রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের এক মন্ত্রীকে যৌন কেলেঙ্কারি সংক্রান্ত এক সিডি দিয়ে ব্ল্যাকমেইল প্রচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ভার্মার বিরুদ্ধে চাঁদাবাজি প্রচেষ্টার অভিযোগও আনা হয়েছে। তবে ভার্মা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। একদা বিবিসির হয়ে কাজ করলেও ভার্মা এখন মূলত একজন ফ্রিল্যান্সার সাংবাদিক। তিনি ‘এডিটরস গিল্ড অব ইন্ডিয়া’র একজন সদস্যও। তাকে গ্রেফতার করা প্রসঙ্গে পুলিশের সিনিয়র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ছত্রিশগড় বিজেপি সরকারের একজন মন্ত্রীকে জড়িয়ে একটি যৌন কেলেঙ্কারির সিডি নিজের কাছে থাকায় সাংবাদিক ভার্মাকে গ্রেফতার করা হয়েছে। তিনি চাঁদাবাজির প্রচেষ্টাও করেছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে।

এদিকে, সাংবাদিক ভার্মাকে গ্রেফতারের ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। প্রধান বিরোধীদল কংগ্রেস ও দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং গণমাধ্যমের একটি অংশ একে সাংবাদিকতার উপর নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন। হিন্দু অনলাইন।

সর্বশেষ খবর