সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কাতারে সামরিক হস্তক্ষেপ হলে আঞ্চলিক বিশৃঙ্খলা দেখা দেবে : আল-থানি

কাতারে সামরিক হস্তক্ষেপ হলে আঞ্চলিক বিশৃঙ্খলা দেখা দেবে : আল-থানি

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তাতে আঞ্চলিক বিশৃঙ্খলা দেখা দেবে। কাতার ও সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের মধ্যে যখন কূটনৈতিক অচলাবস্থা চলছে তখন তিনি এ মন্তব্য করেছেন। শেখ তামিম বলেন, ‘আমি চরম উদ্বিগ্ন, যদি কোনো কিছু ঘটে, কোনো রকমের সামরিক হস্তক্ষেপ হয় তাহলে এ অঞ্চল গোলযোগের মধ্যে পড়ে যাবে।’ গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাত্কারে  শেখ তামিম এসব কথা বলেন। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের উল্লেখ করে বলেন, ক্যাম্প ডেভিডে কিছুদিন আগে ট্রাম্প বিবদমান দেশগুলোকে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। কিন্তু সৌদি নেতৃত্বাধীন দেশগুলো তার কোনো জবাব দেয়নি। শেখ তামিম বলেন, বৈঠকে বসার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে, কিন্তু অন্যরা তাতে সাড়া দিচ্ছে না। তিনি আরও বলেন, কাতারের স্বাধীনতা হরণ করার লক্ষ্য নিয়েই সৌদি নেতৃত্বাধীন দেশগুলো দোহার ওপর অবরোধ আরোপ করেছে। প্রেস টিভি।

সর্বশেষ খবর