মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পূর্ব এশিয়া পরমাণু অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে : কিসিঞ্জার

পূর্ব এশিয়া পরমাণু অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে : কিসিঞ্জার

একটি দেশের কারণে পূর্ব এশিয়ার দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। নিজেদের শক্তির জান ান দিতে সবাই এই অস্ত্রের সমৃদ্ধ করার দিকে ধেয়ে যাচ্ছে। আর অবস্থার সৃষ্ট্রি করেছে উত্তর কোরিয়া। যা গোটা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। কিসিঞ্জার দাবি করেন, পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া তার শক্তি বাড়াচ্ছে। এ কারণে অন্য দেশগুলো বসে থাকতে পারে না। এতে যে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে তা এশিয়াজুড়ে ছড়িয়ে পড়তে পারে। পারমাণবিক ক্ষমতাধর হওয়ার লক্ষ্য শুধু উত্তর কোরিয়ার একা নয়। দক্ষিণ কোরিয়া তাদের সমকক্ষ হওয়ার চেষ্টা করছে। জাপানও চুপচাপ বসে থাকবে না। তাই এ অঞ্চলে পরমাণু অস্ত্র বিস্তারের কথা বলা হচ্ছে। মূলত উত্তর কোরিয়া বর্তমানে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পরমাণু অস্ত্র বিস্তারের দিকে ঠেলে দিচ্ছে। কূটনীতিবিদ হিসেবে হেনরি কিসিঞ্জার বিশ্বে বিতর্কিত এক ব্যক্তি। কারণ তার কারণেই স্নায়ুযুদ্ধ দীর্ঘদিন টিকে ছিল। এ জন্য তিনি স্নায়ুযুদ্ধের কৌশলবিদ হিসেবেও পরিচিত। কিসিঞ্জারের সমালোচকরা অভিযোগ করেন, নিক্সন প্রশাসনের সময় লাতিন আমেরিকায় সামরিক শাসনে সহযোগিতায় তার হাত ছিল। তিনি সমীক্ষার বরাত দিয়ে জানান, দক্ষিণ কোরিয়ার ৬০ শতাংশ মানুষ দেশটির পরমাণু অস্ত্র তৈরির পক্ষে। নিউজউইক।

সর্বশেষ খবর