বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিরাপত্তাহীনতায় বেলজিয়ামে কাতালান নেতা পুজেমন্ত

নিরাপত্তাহীনতায় বেলজিয়ামে কাতালান নেতা পুজেমন্ত

কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লেস পুজেমন্ত পার্শ্ববর্তী দেশ বেলজিয়ামে গেছেন। ধারণা করা হচ্ছে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চাবেন। তবে তিনি দাবি করেছেন, রাজনৈতিক আশ্রয় চাইতে নয়, বরং নিরাপত্তার কারণেই তিনি বেলজিয়ামে গেছেন। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পুজেমন্ত। কখন দেশে ফিরবেন তা তিনি খোলাসা করেননি। এ সময় তার পাশে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের বরখাস্তকৃত বেশ কয়েকজন সদস্য ছিলেন। পুজেমন্তের আইনজীবী পল বাকায়েখ অবশ্য এর আগে সিএনএনকে জানিয়েছিলেন, বেলজিয়ামে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদনের কথা বিবেচনা করছেন তার মক্কেল। ব্রাসেলস প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুজেমন্ত বলেন, ‘আমি রাজনৈতিক আশ্রয় চাইতে এখানে আসিনি। ব্রাসেলস ইউরোপের রাজধানী, তাই আমি এখানে আছি।’ এ সময় তিনি কাতালানদের ওপর স্পেন সরকারের সহিংসতা এবং দমন-পীড়নেরও কড়া নিন্দা জানিয়েছেন। কাতালোনিয়ায় আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় আগাম আঞ্চলিক নির্বাচনে তার দল অংশ নেবে বলেও জানিয়েছেন পুজেমন্ত। গত ২৭ অক্টোবর কাতালান পার্লামেন্ট একতরফাভাবে স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে। এর পরদিনই স্পেন সরকার অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল ও পার্লামেন্ট ভেঙে দিয়ে সেখানে আগাম নির্বাচনের ঘোষণা দেয়।

পুজেমন্ত গত সোমবার ব্রাসেলসে পৌঁছান। একই দিন স্পেনের রাষ্ট্রীয় কৌঁসুলি হোসে মানুয়েল মাজা জানিয়েছেন, পুজেমন্ত ও তার সরকারের সাবেক কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহিতা এবং সরকারের তহবিল অপব্যবহারের অভিযোগ চেয়ে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানাবেন তিনি। এ পরিস্থিতিতে কাতালোনিয়া ছাড়তে বাধ্য হন পুজেমন্ত। সুপ্রিম কোর্ট এসব অভিযোগ আনার জন্য সরকারকে অনুমতি দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কাতালান নেতা ও অন্যদের কমপক্ষে ৩০ বছর কারাদণ্ড হতে পারে। সিএনএন।

 

সর্বশেষ খবর