বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

উ. কোরিয়ায় পরমাণু পরীক্ষা কেন্দ্রে সুড়ঙ্গ ধস, নিহত দুই শতাধিক!

উত্তর কোরিয়ায় পারমাণবিক বোমা পরীক্ষা কেন্দ্রের কাছে একটি সুড়ঙ্গ ধসে পড়েছে। এ ঘটনায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে এ পারমাণবিক কেন্দ্রে দেশটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়।

গতকাল জাপানের সংবাদ মাধ্যম আশাই টেলিভিশন এ খবর জানায়। চলতি মাসের ১০ তারিখে পারমাণবিক বোমা পরীক্ষা কেন্দ্র পুনগুয়েরির কাছের এলাকায় সুড়ঙ্গটি নির্মাণের সময় এ ধসের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক ধসে প্রায় ১০০ নির্মাণকর্মী ভয়ে মারা গেছে বলে ধারণা করা হয়। পরে ধসে যাওয়া সুড়ঙ্গে আটকে পড়াদের উদ্ধার করতে গেলে অপর এক ধসে মৃতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হয়। এদিকে উত্তর কোরিয়া গত মাসে পরীক্ষা চালানো ১২০ কিলোটন ওজনের হাইড্রোজেন বোমা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্র কর্তৃক ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় আট গুণ বেশি শক্তিশালী ছিল। এই পরীক্ষা কেন্দ্রটি উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক বোমার বিস্ফোরণ দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর