বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইংলাকের সব পাসপোর্ট বাতিল

ইংলাকের সব পাসপোর্ট বাতিল

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা যতগুলো (চারটি) পাসপোর্ট ব্যবহার করতেন তা বাতিল করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত থাইল্যান্ডে সব দূতাবাসে পাসপোর্ট বাতিল হওয়ার এ খবরটি দেওয়া হয়েছে। চাল ভর্তুকি প্রকল্পে দুর্নীতির মামলায় ৫ বছর সাজা হয়েছে ইংলাকের। ওই সাজার বিষয়টি সামনে রেখেই এ বছরের মাঝামাঝি সময়ে দেশ ছাড়েন ইংলাক। চালে ভর্তুকির প্রকল্পটি ছিল ইংলাক প্রশাসনের প্রধান একটি নীতি। ওই কর্মসূচিতে কৃষকের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্যে ধান কেনা হয়। এ কর্মসূচিটি কৃষকের কাছে জনপ্রিয় ছিল। ওই কর্মসূচির কারণে দেশটিতে চালের বিশাল মজুদ সৃষ্টি হয়। তবে এতে লোকসানও হয় ৮০০ কোটি ডলার। এএফপি

সর্বশেষ খবর