বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও কড়াকড়ি আরোপের নির্দেশ ট্রাম্পের

হামলার জের

যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও কড়াকড়ি আরোপের নির্দেশ ট্রাম্পের

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে ভ্রমণে অন্যান্য দেশের নাগরিকদের ওপর নানা বিধি-নিষেধ জারি চলছে। এবার নিউইয়র্কের ম্যানহাটানে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আট জনকে হত্যা করার পর বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও কড়াকড়ি আরোপ করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০০১ সালে টুইন টাওয়ারের পর মঙ্গলবারের এই হামলাকে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। উজবেকিস্তান থেকে সাত বছর আগে আসা এক ব্যক্তি ট্রাক নিয়ে এ হামলা চালিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার পর নিউইয়র্কবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক টুইটে ট্রাম্প বলেছেন, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়, তাদের বিরুদ্ধে বিদ্যমান কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কড়া করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দিয়েছেন। অধিকতর নিরাপত্তার স্বার্থে সম্প্রতি যুক্তরাষ্ট্রগামী বিমানের যাত্রীদের বিমানবন্দরে আলাদা আলাদাভাবে সাক্ষাৎকার নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তা শুরু হয়েছে। এ ব্যবস্থা আরও কঠোর করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন এবং ১২০ দিনের জন্য শরণার্থীদের প্রবেশ বন্ধ করেন। কিন্তু আইনি বাধার মুখে বলতে গেলে তা কার্যকর করা সম্ভব হয়নি। এনডিটিভি।

সর্বশেষ খবর