বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

উ. কোরিয়ায় আঘাত হানার মহড়া চালিয়েছে আমেরিকা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, এরই মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু হামলার মহড়া চালিয়েছে আমেরিকা। তবে দেশটিতে পরমাণু অস্ত্রের হামলা চালানোর কোনো ইচ্ছা নেই। এটি পুরোটাই নির্ভর করছে দেশটির ওপর। যদি মনে হয় দেশটি (উ. কোরিয়া) আঘাত হানবে তাহলেই কেবল যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে। মার্কিন কংগ্রেসের শুনানিতে এ কথা বলেছেন তিনি। তিনি কংগ্রেসকে আরও বলেন, আমেরিকাকে রক্ষা করার দায়িত্ব নির্বাহী বিভাগের ওপর বর্তায়, কংগ্রেসের ওপর নয়। মার্কিন নির্বাহী ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্যও কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে যখন টানাপড়েন তুঙ্গে তখন এ খবর প্রচারিত হলো। এদিকে গত পরশু থেকে মার্কিন পরমাণু অস্ত্র নিয়ে সামরিক মহড়া ‘গ্লোবাল থান্ডার’শুরু করেছে আমেরিকা।

সর্বশেষ খবর