বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুজেমনের বিরুদ্ধে সমন জারি

পুজেমনের বিরুদ্ধে সমন জারি

স্পেনের হাই কোর্ট কাতালোনিয়ার বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লেস পুজেমনসহ ভেঙে দেওয়া আঞ্চলিক সরকারের ১৩ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছেন। চলতি সপ্তাহের মধ্যে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া তাদের হাজির হওয়া নিশ্চিত করতে তিন দিনের মধ্যে ৭ দশমিক ২ মিলিয়ন ডলার জামানত দিতে বলা হয়েছে। এরই মধ্যে পুজেমনসহ কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের বেশ কিছু অভিযোগে মামলা করা হয়েছে। সমন জারির পর সোমবার স্পেনের প্রধান প্রসিকিউটর বলেছেন, পুজেমন দেশদ্রোহিতা ও বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত।

পুজেমন তার দলের কয়েকজন নেতাসহ বেলজিয়ামে পাড়ি জমিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, সেখানে তিনি আশ্রয় লাভের জন্য যাননি। তিনি স্পেন সরকারের গ্রেফতার এড়াতে সেখান গেছেন। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার  প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর স্বাধীনতার ঘোষণাকে অবৈধ ঘোষণা করেন স্পেনের সাংবিধানিক আদালত। এদিকে কর্তৃপক্ষ বলেছে, পুজমেনসহ অন্য নেতারা যদি হাজির না হন, তবে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। অন্যদিকে আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় আগাম নির্বাচনের  ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। বিবিসি।

সর্বশেষ খবর