বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
দ্বৈত নাগরিকত্ব

অস্ট্রেলিয়ার সিনেট প্রেসিডেন্টের পদত্যাগ

দ্বৈত নাগরিকত্বের কারণে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট স্টিফেন পেরি পদত্যাগ করেছেন। বাবার সূত্রে যুক্তরাজ্যেরও নাগরিক হওয়ায় তিনি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।  এর আগে শুক্রবার দ্বৈত নাগরিকত্বের কারণে অস্ট্রেলিয়ার হাই কোর্ট দেশটির উপপ্রধানমন্ত্রী বারনাবি জয়েস ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী ফিওনা ন্যাশসহ পাঁচ সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণা করেছিল। চলতি বছরের জুলাই থেকে সংসদ সদস্যদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি দেশটির রাজনীতিতে ঝড় তোলে। অন্য দেশের নাগরিকত্ব আছে কি না, এই ব্যাপারে বহু সংসদ সদস্য  নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বাধ্য হন। দেশটির সংবিধানে দ্বৈত-নাগরিকদের নির্বাচনে অংশ নিতে নিষেধাজ্ঞা আছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। দেশটির সিনেটে প্রেসিডেন্টের দায়িত্ব নিম্নকক্ষ হাউস     অব রিপ্রেজেন্টেটিভের স্পিকারের মতোই। বিবিসি।

সর্বশেষ খবর