শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আদালতে হাজির নওয়াজ বিচার মুলতবি

আদালতে হাজির নওয়াজ বিচার মুলতবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে দেশে ফিরেই গতকাল রাজধানী ইসলামাবাদের একটি আদালতে মেয়ে ও জামাইসহ হাজিরা দিয়েছেন। নওয়াজ শরিফের আইনজীবী খাজা হারিস এএফপিকে বলেন, ইসলামাবাদে সংক্ষিপ্ত শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্যে আদালত ত্যাগ করার আগে নওয়াজ শরিফ ৫০ লাখ রুপির মুচলেকা দেন। ৭ নভেম্বর আবার আদালত বসবে। ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন। আদালতে হাজিরা না দিতে পারায় অক্টোবর মাসের শুরুতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পদচ্যুত হওয়ার পর নওয়াজ শরিফের ঘোষণা অনুযায়ী তার দলের অনুগত শহীদ খোকন আব্বাসি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। নওয়াজের ছোট ভাই শাহবাজ এখন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। শরিফের বিরুদ্ধে পাকিস্তানের দুর্নীতিবিরোধী ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো আদালতে (ন্যাব) তিনটি আলাদা দুর্নীতির মামলা আছে।  লন্ডনে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে নওয়াজ শরিফ ও তার মেয়ে ?মরিয়মকে অভিযুক্ত করেছে দেশটির দুর্নীতি-দমন আদালত। দ্য ডন।

সর্বশেষ খবর