রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাঁচশর বেশি সংবেদনশীল নথি প্রকাশ

কেনেডি হত্যাকাণ্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরও সাড়ে ছয় শর অধিক গোপন নথি প্রকাশ করেছে। এর মধ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) অধীন থাকা পাঁচ শর অধিক অতিসংবেদনশীল নথিও রয়েছে। এর আগে এসব নথি কখনই কারও দেখার সুযোগ হয়নি। প্রকাশিত এসব নথিতে প্রেসিডেন্ট কেনেডির হত্যাকারী লি হার্ভে অসওয়াল্ড এবং অপারেটিভ কাম ওয়াটারগেট বার্গলার্স জেমস ম্যাককর্ড ও ই হাওয়ার্ড হান্টের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার দুপুরের পর এসব নথি প্রকাশিত হয়। গত মাসেও কেনেডি হত্যাকাণ্ডসংক্রান্ত প্রায় তিন হাজার গোপন নথি প্রকাশ করেছে জাতীয় আর্কাইভ। প্রেসিডেন্ট ট্রাম্প কেনেডি হত্যাকাণ্ডবিষয়ক সব গোপন নথিই প্রকাশের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গতকাল কেনেডি হত্যাকাণ্ডসংক্রান্ত সিআইএ’র ৫৫৩টি নথি প্রকাশিত হয়েছে। যদিও এর আগে এসব নথি প্রকাশের বিরুদ্ধে সংস্থাটির তরফেই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এসব নথির ব্যাপারে জাতীয় নিরাপত্তার স্বার্থেই সিআইএ’র তরফে এমন কড়া বক্তব্য এসেছিল। প্রকাশিত নথিগুলোর একটিতে কেনেডির হত্যাকারী লি অসওয়াল্ডের কিউবার কনস্যুলেট এবং মেক্সিকো সিটিতে অবস্থিত সোভিয়েত দূতাবাস সফরে যাওয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। কেনেডিকে হত্যার কয়েক সপ্তাহ আগে তার এ সফর অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া আরও কিছু নথিতে জেমস ম্যাককর্ড ও ই হান্টের ব্যাপারেও তথ্য রয়েছে। উল্লেখ্য, ১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে লি অসওয়াল্ডের গুলিতে নিহত হন কেনেডি। পরক্ষণেই ডালাস পুলিশ হেডকোয়ার্টারে অবস্থিত একটি নাইট ক্লাবের মালিকের গুলিতে প্রাণ হারান হত্যাকারী অসওয়াল্ডও। আর এ দৃশ্য লাইভ টিভিতে প্রচারিত হয়। এর পরিপ্রেক্ষিতেই কেনেডি হত্যাকাণ্ড নিয়ে কয়েক দশক ধরে রহস্য বিরাজ করছে। ওয়াশিংটন পোস্ট।

সর্বশেষ খবর