রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রাণনাশের আশঙ্কায় লেবাননের প্রধানমন্ত্রী হারিরির পদত্যাগ

প্রাণনাশের আশঙ্কায় লেবাননের প্রধানমন্ত্রী হারিরির পদত্যাগ

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি গতকাল পদত্যাগ করেছেন। তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে জাতীয় টিভিতে দেওয়া এক ভাষণে দাবি করেছেন তিনি। তাই জীবনের ভয়েই পদত্যাগ করেছেন তিনি। সেসঙ্গে ইরানের কড়া সমালোচনা করে দাবি করেছেন, দেশটি তার দেশ জর্ডানসহ কয়েকটি দেশে আতঙ্ক ও ধ্বংসের বীজ বপন করছে। সাদ আল হারিরির বাবা দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরিকে ২০০৫ সালে আততায়ীরা হত্যা করেছে। গত বছরের নভেম্বরে সাদ হারিরিকে লেবাননের প্রধানমন্ত্রী করা হয়। অবশ্য এর আগে ২০০৯-২০১১ সময়েও তিনি এ পদে ছিলেন। জাতীয় টিভিতে দেওয়া ভাষণে সাদ আল হারিরি বলেন, ‘শহীদ রফিক হারিরিকে হত্যার আগে যে পরিবেশ বিরাজ করছিল আমরা আজও সেই একই আবহের মধ্যে বসবাস করছি।’ তিনি আরও বলেন, ‘আমার জীবন টার্গেট করে গোপন চক্রান্তের আঁচ করতে পারছি আমি।’ হারিরি তার বক্তৃতায় ইরানের সমর্থনপুষ্ট শিয়া সংগঠন হিজবুল্লাহর কড়া সমালোচনা করেছেন। লেবাননে এই সংগঠনটির লক্ষ্যণীয় প্রভাব রয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর