রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ট্রাম্পের সহযোগীর

রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ট্রাম্পের সহযোগীর

যুক্তরাষ্ট্রে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কার্টার  পেইজ রাশিয়া সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল কমিটির কাছে তিনি সাক্ষাতের বিষয়টি স্বীকার করেন। শুক্রবার নিউইয়র্ক টাইমসে এ খবর প্রকাশ করা হয়। খবরে বলা হয়, গত কয়েক মাসে কার্টার পেইজ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সব সময় তিনি এ যোগাযোগের বিষয়টি অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেন, ২০১৬ সালের জুলাই মাসে মস্কো সফরের সময় রাশিয়ার কোনো কর্মকর্তার সঙ্গে তার  দেখা হয়নি। কিন্তু কংগ্রেশনাল কমিটিতে জিজ্ঞাসাবাদের সময় গোপন সাক্ষাতের বিষয়টি স্বীকার করেন। কার্টার পেইজ ওই সময়ে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর তার শিবিরে অন্তত একটি ই-মেইল পাঠান। রয়টার্স ।

সর্বশেষ খবর