রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

৭০০ অভিবাসন প্রত্যাশী ও ২৩ মৃতদেহ উদ্ধার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নৌকাযোগে ইউরোপে যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশী প্রায় ৭০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি ২৩টি মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। শুক্রবার এক অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র। এদিকে চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেড় লাখের অধিক শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। তবে এ সংখ্যা গত বছরের একই সময়ের সংখ্যার তুলনায় অর্ধেকের কম। গত বছর এই সময়ে (জানুয়ারি থেকে নভেম্বর) ৩ লাখ ৩৫ হাজারের বেশি শরণার্থী মহাদেশটিতে প্রবেশ  করেছিল। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর