সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্প দাম্ভিক

—সিনিয়র বুশ

ট্রাম্প দাম্ভিক

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। তিনি বিরোধী দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন। মার্ক আপডেগ্রোভের ‘দ্য লাস্ট রিপাবলিকানস’ বইয়ে ট্রাম্প প্রশ্নে বুশ সিনিয়রের এমন অবস্থান ব্যক্ত করা হয়েছে। ওই বইয়ে বুশ ট্রাম্পকে ‘দাম্ভিক’ বলেও মন্তব্য করেন। গত নির্বাচনের আগে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবরে বলা হয়েছিল, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির আরেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডের কাছে বুশ হিলারিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানানো হয়। বিবিসি জানায়, ‘দ্য লাস্ট রিপাবলিকানস’ বইয়ের জন্য লেখককে দেওয়া সাক্ষাৎকারে বুশ সিনিয়র নিশ্চিত করেছেন তিনি ট্রাম্পকে ভোট দেওয়ার যোগ্য ভাবেননি এবং হিলারিকে ভোট দিয়েছেন। ১৯৮৯—৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জর্জ বুশ সিনিয়র। ট্রাম্প প্রসঙ্গে সিনিয়র বুশ বলেন, ‘আমি তাকে পছন্দ করি না। তার সম্পর্কে কিছু জানিও না। নেতা হিসেবে আমি তাকে (ট্রাম্প) নিয়ে খুব একটা আশান্বিত নই।’

অবশ্য, বুশ সিনিয়রের ছেলে জর্জ বুশ জুনিয়র ট্রাম্পকে ভোট না দিলেও তার ভোটটি পাননি হিলারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর