মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতের সঙ্গে যুদ্ধ চাই না : আব্বাসী

ভারতের সঙ্গে যুদ্ধ চাই না : আব্বাসী

শহীদ আব্বাসী

ভারতের সঙ্গে পাকিস্তান কোনো ধরনের যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী। সেইসঙ্গে কাশ্মীরসহ দেশ দুটির মধ্যকার অমীমাংসিত সব বিষয়ের সমাধান কেবল আলোচনার মাধ্যমে সম্ভব বলেও জানিয়েছেন তিনি। লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ সাউথ এশিয়া সেন্টারে ‘ফিউচার অব পাকিস্তান ২০১৭’ শীর্ষক এক কনফারেন্সে এক বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, দেশ দুটির মধ্যকার বিদ্যমান শীতল সম্পর্কের পেছনে কাশ্মীরই মূল ইস্যু। আব্বাসীর ভাষায়, ‘ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীরই মূল ইস্যু। এর মীমাংসা না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তান সম্পর্ক থমথমে থাকবে। যে কোনো পর্যায়ে আলোচনার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে। যুদ্ধ আমাদের বিবেচনায় নেই।’ উভয় দেশই পরমাণু শক্তিধর হওয়ায় যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসবে না, বরং অব্যাহত আলোচনা-ই এক্ষেত্রে একমাত্র সমাধান বলেও মন্তব্য করেছেন তিনি। পিটিআই।

সর্বশেষ খবর