রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিরীয় সীমান্ত শহর ফের হাতছাড়া

সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আলবু কামালের ফের দখল নিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবার এক পাল্টা আক্রমণে তারা এ শহরের প্রায় অর্ধেক অংশ দখলে নেয়। এটি আইএসের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা শেষ উল্লেখযোগ্য শহর ছিল। এর আগে বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছিল যে মিত্র বাহিনীগুলোর সহায়তায় তারা আলবু কামাল শহরটি পুনরুদ্ধার করেছে। শহরটিকে আইএসের দখলে থাকা শেষ সিরীয় শহর হিসেবে উল্লেখ করে এই শহরের পতনের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠীটির শাসনের অবসান হয়েছে বলে দাবি করেছিল তারা। তবে আলবু কামালের পতন হলেও নিকটবর্তী ইরাকি সীমান্তে আইএসের সঙ্গে সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলোর লড়াই অব্যাহত থাকার কথাও জানিয়েছিল তারা। অপরদিকে শুক্রবার হিজবুল্লাহ পরিচালিত একটি গণমাধ্যম দাবি করেছে, শহরটি পুনরুদ্ধারে অভিযান চলার সময় আলবু কামালে আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি অবস্থান করছিলেন। তবে তাদের দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমটি এবং খবরের সূত্রও উল্লেখ করেনি। একইদিন আইএসের বিরুদ্ধে অভিযানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বলেছে, বাগদাদি কোথায় আছে সে বিষয়ে তাদের কাছে ‘প্রকাশযোগ্য কোনো তথ্য’ নেই। সেপ্টেম্বরে একটি অডিও বার্তা প্রকাশ করে সেটিকে বাগাদাদির বলে দাবি করেছিল আইএস। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ওই এলাকায় একটি ইসলামি খিলাফত চালুর ঘোষণা দিয়ে নিজেকে এর খলিফা বলে জাহির করেছিল বাগদাদি। এএফপি।

সর্বশেষ খবর