সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
লেবানন সংকট

সৌদিকে সমর্থন দিতে ইসরায়েলি কূটনীতিকদের নির্দেশ ফাঁস

লেবানন নিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সৌদি আরবের নেতাদের সমর্থন জুগিয়ে যেতে বিদেশের দূতাবাসে অবস্থানরত কূটনীতিকদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সদ্য ফাঁস হওয়া এক কূটনৈতিক তারবার্তায় এ তথ্য জানা গেছে। ইসরায়েলি টিভি স্টেশন চ্যানেল ১০ নিউজ চলতি সপ্তাহে ফাঁস হওয়া তারবার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারবার্তাটি পাঠানো হয়।  সৌদি আরব সফরকালে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি গত ৪ নভেম্বর আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। ‘হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে’ এই দাবি করে তিনি পদত্যাগ করেন। সেই সঙ্গে এক বিবৃতিতে তিনি লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরানের কড়া সমালোচনা করেছেন। ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধের বীজ বুনে দিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সাদ হারিরির আকস্মিক পদত্যাগ নিয়ে রহস্য তৈরি হয়। আঞ্চলিক রাজনীতির দ্বন্দ্বে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সৌদি আরবের হাত রয়েছে বলেও মনে করা হচ্ছে। সাদ হারিরিকে রিয়াদে দেশটির কর্তৃপক্ষ গৃহবন্দী করে রেখেছে বলে লেবাননের সরকারি কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে এ অভিযোগ আরও জোরালো হয়। তবে রিয়াদ এ দাবি অস্বীকার করেছে। এ অবস্থায় রিয়াদ ও বৈরুতের মধ্যে এক ধরনের অচলাবস্থা চলছে। হিজবুল্লাহ ইরানসমর্থিত গোষ্ঠী হওয়ায় এক দ্বন্দ্বে স্বভাবতই তেহরানও জড়িয়ে গেছে। আল এরাবিয়া।

সর্বশেষ খবর