শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

হারিরি বললেন, মুক্ত আছি শিগগিরই দেশে ফিরছি

হারিরি বললেন, মুক্ত আছি শিগগিরই দেশে ফিরছি

সৌদি আরব সরকার ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকে রেখেছে— এমন গুজব নাকচ করে দিয়ে অতি শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। রিয়াদে গৃহবন্দী নয়, বরং সম্পূর্ণ মুক্ত আছেন বলেও দাবি করেছেন তিনি। নিজ রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার এসব কথা বলেছেন হারিরি। রিয়াদ সফরকালে আট দিন আগে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এই প্রথম সেখান থেকেই প্রকাশ্যে কথা বলেছেন তিনি। ‘ফিউচার টিভি’ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাদ হারিরি বলেন, ‘এখানে (সৌদি আরব), আমি মুক্ত। আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, তবে আমি আমার পরিবারেরও দেখাশোনা করতে চাই।’ আর নিকট ভবিষ্যতেই দেশে ফেরার ইচ্ছা ব্যক্ত করছেন জানিয়ে তিনি বলেন, ‘কবে ফিরছি এ বিষয়ে আমি মাস নয়, বরং কেবল কয়েকদিনের কথা বলছি। আমি লেবাননে ফিরব।’

সৌদি আরব সফরকালে ৪ নভেম্বর এক টিভি বার্তায় আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। ‘আমার বিরুদ্ধে হত্যার গোপন ষড়যন্ত্র করা হচ্ছে’— এমন দাবি করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পাশাপাশি ইরান-সমর্থনপুষ্ট লেবাননভিত্তিক প্রভাবশালী গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরানেরও কড়া সমালোচনা করেন তিনি। ইরান গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতের বীজ বুনে দিচ্ছে বলেও দাবি করেন হারিরি। তার আকস্মিক পদত্যাগে লেবাননের রাজনৈতিক অঙ্গনে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই দেশটির সরকারের এক কর্মকর্তা গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাদের প্রধানমন্ত্রী হারিরিকে রিয়াদে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে তারা মনে করছেন। তার দেশে ফেরা নিশ্চিত করতে রিয়াদের ওপর চাপ প্রয়োগের জন্য তারা মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানানোর চিন্তাভাবনা করছেন। তবে হারিরিকে গৃহবন্দী করে রাখার এ দাবি ও গুজব সৌদি সরকার নাকচ করে দেয়। এমনকি রিয়াদ ও বৈরুতের মধ্যকার চলমান সংকটের মাঝেই গত বৃহস্পতিবার আকস্মিক সৌদি আরব সফরের সময় আবুধাবিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হারিরি রিয়াদে মুক্তভাবেই চলাফেরা করছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীও প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সুর ধরে একই রকম বক্তব্য দেন। আল জাজিরা।

সর্বশেষ খবর