শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অনাস্থার মুখে তেরেসা মে

অনাস্থার মুখে তেরেসা মে

ব্রেক্সিট কার্যকর নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ তার দলের এমপিদের। ফলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তার প্রতি দলের এমপিরা অনাস্থা আনতে যাচ্ছে। দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, চলতি সপ্তাহেই হাউস অব কমন্সের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার বিলটি নবায়ন করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর দল কনজারভেটিভের ৪০ জন এমপি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে পারেন। মে’র রাজনৈতিক দক্ষতা ও নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারই দলের নেতারা। টরি এমপিরা তার বিপক্ষে গিয়ে লেবার নেতা জেরেমি করবিনকে সমর্থন দেওয়ার হুমকি দিয়েছে তারা। এ অবস্থায় লেবার পার্টিসহ বিরোধী দলগুলোর দাবি, ব্রেক্সিট নবায়নের জন্য পর্যাপ্ত সমর্থন নেই তেরেসা মে’র। তার উপর আস্থা নেই জানিয়ে চিঠিও লিখতে চেয়েছেন ৪০ জন এমপি। সোমবার তেরেসা মে’কে চিঠি লিখেছেন লেবার পার্টির ব্রেক্সিটবিষয়ক ছায়ামন্ত্রী স্যার কির স্টার্মার। এতে তিনি লিখেন, ব্রেক্সিট নিয়ে প্রক্রিয়া শুরু করার জন্য তেরেসা মে’র এখন নিজ দলেই পর্যাপ্ত প্রভাব নেই। গত জুনে আগাম নির্বাচনে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় তেরেসা মে’র কনজারভেটিভ পার্টি। এরপর থেকেই দলের কর্তৃত্ব নিয়ে চাপের মুখে তিনি। কেরমারের ওই চিঠিতে বলা হয়, ‘বিগত কয়েক সপ্তাহে এটা স্পষ্ট হয়ে গেছে যে ইউরোপের সঙ্গে চুক্তি করে আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানের রক্ষা করা এখন আপনার পক্ষে সম্ভব নয়। ওই চিঠিতে জাতীয় স্বার্থে সরকারকে লেবার পার্টির সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। যৌন কেলেঙ্কারিতে চলতি মাসে প্রধানমন্ত্রী মে তার দুই মন্ত্রীকে হারিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর