শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভিক্ষুক ধরিয়ে দিলে পুরস্কার!

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে ভিক্ষাবৃত্তি বন্ধে এবার ভিক্ষুক শনাক্তকারীদের নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কেউ একজন ভিক্ষুক শনাক্ত করতে পারলে তাকে ৫০০ রুপি দেওয়া হবে। সম্প্রতি শহরটিতে ভিক্ষাবৃত্তির ওপর দুই মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের পর হায়দরাবাদকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার সরকারি পদক্ষেপের অংশ হিসেবেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভানকা ট্রাম্পের শহরটি সফর সামনে রেখেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হায়দরাবাদে ২৮-২৯ নভেম্বর ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট’ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের অনেক নেতার পাশাপাশি অংশ নেবেন ইভানকাও। রাজ্য সরকার জানিয়েছে, ভিক্ষুকমুক্ত করার অভিযানে এখন পর্যন্ত ৩৬৬ জন ভিক্ষুক আটক করা হয়েছে। এর মধ্যে ১২৮ জন পুনর্বাসন কেন্দ্রটিতে থাকতেই রাজি হয়েছেন। তাদের শহরটির কেন্দ্রীয় কারাগারের কাছের একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। বাকি ২৩৮ জন আর কখনো ভিক্ষা না করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শহরটিতে আনুমানিক ৫ হাজারের মতো ভিক্ষুক রয়েছেন। অভিযান শুরুর পর এর একটা উল্লেখযোগ্যসংখ্যক পাশের শহরগুলোয় পালিয়ে গেছেন। আগামী ৭ জানুয়ারি ভিক্ষাবৃত্তির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। এরপর ভিক্ষুকরা যাতে আর শহরটিতে ফিরে না আসতে পারেন তা নিশ্চিত করাই পরবর্তী বড় চ্যালেঞ্জ হবে বলে সংশ্লিষ্টদের বক্তব্য। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ২০০০ সালের মার্চে হায়দরাবাদ সফরের সময়ও ভিক্ষুকদের সাময়িকভাবে শহরটি থেকে বিতাড়িত করা হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর