শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন

ভারত-পাকিস্তানকে সংলাপে ফেরাতে যুক্তরাষ্ট্রের চাপ

দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত ও পাকিস্তানকে ফের সংলাপে ফেরাতে যুক্তরাষ্ট্র দেশ দুটির ওপর অনেকটা নীরবে চাপ দিচ্ছে। আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের কৌশলের অংশ হিসেবে দেশ দুটির মধ্যকার উত্তেজনা কমানোর চেষ্টা করছে দেশটি। আর দেশ দুটিকে সংলাপে ফেরাতে চাপ প্রয়োগ এরই অংশ। পাকিস্তানি দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ গতকাল এক প্রতিবেদনে এ দাবি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তান সফর করেছেন। আর তখনই দেশ দুটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় তিনি এ বিষয়টি (সংলাপ) নিয়ে আলোচনা করেছেন। সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক সূত্রের বরাতে দৈনিকটির খবরে বলা হয়, ‘টিলারসনের সফরের পর থেকেই পর্দার আড়ালে করা মার্কিন এ প্রচেষ্টা কাজ দিচ্ছে বলে মনে হচ্ছে কারণ বিতর্কিত কাশ্মীর অঞ্চলে দেশ দুটির মধ্যকার সীমান্তে সহিংসতায় ইতিমধ্যে লক্ষণীয় হ্রাস ঘটেছে। পিটিআই।

সর্বশেষ খবর