মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইয়েমেনের অবরোধ তুলে নিচ্ছে সৌদি আরব

ব্যাপক সমালোচনার মধ্যে অবশেষে ইয়েমেনের বিমানবন্দর ও সমুদ্রবন্দর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে সৌদি আরবের স্থল, আকাশ ও পানিপথ অবরোধের কারণে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়বে বলে আশঙ্কা করছিল বিশ্ব। এ অবস্থায় সৌদি আরবের জাতিসংঘ মিশন ঘোষণা দিয়েছে আজকের মধ্যে এসব খুলে দেওয়া হবে। জাতিসংঘের সৌদি মিশনের বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দর ও সমুদ্রবন্দর খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।’ গত ৪ নভেম্বর ইয়েমেন থেকে রিয়াদ কিং খালিদ বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। এর জেরে কঠোর পদক্ষেপ নেয় দেশটি। এএফপি।

সর্বশেষ খবর