রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বাড়ছে

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের তথ্য অনুযায়ী ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সহকর্মীদের ওপর যৌন নিপীড়নের ঘটনা ২৫ শতাংশ  বেড়েছে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সেক্স্যুয়াল এ্যাসোল্ট প্রিভেনশন অ্যান্ড রেসপন্স অফিসের উপ-পরিচালক ড. ন্যাটে গ্যালবার্থ এ প্রসঙ্গে জানান, ‘প্রচলিত রীতি অনুযায়ী ভিকটিমরা যে কোনো সময় যে কোনো অফিসে যৌন হামলার অভিযোগ দাখিল করতে পারেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘অনেকেই নানাবিধ কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেশ করতে আগ্রহী হন না বলে অনেক ঘটনাই অপ্রকাশিত থেকে যায়। তাই যে সংখ্যা প্রকাশ করা হলো তা সঠিক নয় বলে সবাইকে মেনে নিতে হবে।’  পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪ বছরে সেনাবাহিনীতে ৮ হাজার ২৯৪ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। নৌ-বাহিনীতে ৪ হাজার ৭৮৮, বিমান বাহিনীতে ৩ হাজার ৮৭৬ এবং ম্যারিন কর্পে ৩ হাজার ৪০০টি অভিযোগ দায়ের হয়েছে। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর