শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের বক্তব্যের নিন্দা উ. কোরিয়ার

উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকাবদ্ধ করার তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির দাবি, ট্রাম্পের বক্তব্য ‘মারাত্মক উসকানিমূলক’। গতকাল ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ নিন্দা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের যে সিদ্ধান্ত নিয়েছে তা যে যথার্থ ছিল ট্রাম্পের বক্তব্য তার প্রমাণ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, সন্ত্রাসবাদের সঙ্গে দেশটির কোনো সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কী অভিযোগ আনল তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তারা পিয়ংইয়ংকে ধ্বংস করে ফেলতে চায়। গত সোমবার ট্রাম্প ওই মন্তব্য করেছিলেন।

উত্তর কোরিয়ার ঘোষিত প্রধান পরমাণু স্থাপনা ‘ইয়ংবিয়ন’-এ মার্কিন পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সমঝোতা অর্জনের লক্ষ্যে ওই কাজ করেন বুশ। সে সময়  মার্কিন সরকারের ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে পিয়ংইয়ং বলেছিল, দেশটি তার পরমাণু স্থাপনাগুলো অকার্যকর করার উদ্যোগ নেবে। তবে সম্প্রতি ট্রাম্প ও কিম জংয়ের পাল্টাপাল্টি বক্তব্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ খবর