বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সু চির সম্মাননা প্রত্যাহার করল অক্সফোর্ড সিটি

সু চির সম্মাননা প্রত্যাহার করল অক্সফোর্ড সিটি

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন বন্ধে ইতিবাচক ভূমিকা রাখতে না পাড়ায় দেশটির নেত্রী অং সান সু চির ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে শহর কর্তৃপক্ষ। সোমবার অক্সফোর্ড সিটি কাউন্সিলের ভোটাভুটিতে সু চির সম্মাননা কেড়ে নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে তাকে ওই সম্মাননা দিয়েছিল যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল। শহর কর্তৃপক্ষের সর্বসম্মত সিদ্ধান্তে বলা হয়েছে, সহিংসতা দেখেও যারা চোখ বন্ধ রাখে, তাদের জন্য কোনো উদযাপনের আয়োজন থাকবে না অক্সফোর্ডে। সু চিকে দেওয়া ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ প্রত্যাহারের প্রস্তাব অক্সফোর্ড সিটি কাউন্সিলে তুলেছিলেন কাউন্সিলর মেরি ক্লারকসন। ভোটাভুটির পর তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সুবিচার আর অধিকারের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আজ আমাদের কণ্ঠও মিলিত হলো।’

এর আগে গত অক্টোবরে অক্সফোর্ডের কাউন্সিলররা ভোটাভুটির মাধ্যমে সু চির সম্মাননা প্রত্যাহারের প্রশ্নে আলোচনায় সম্মত হন। অক্সফোর্ডে যখন এ ভোটাভুটি চলছে, সেই একই দিনে মিয়ানমার সফররত পোপ ফ্রান্সিসের কাছে  দেশটির সেনাপ্রধান দাবি করেছেন,   তার দেশে কোনো ধর্মীয় বৈষম্য      নেই।  বিবিসি, গার্ডিয়ান

সর্বশেষ খবর