বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘ডজন’ আরব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে : ইসরায়েল

জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্বীকার করেছেন, ‘এক ডজন’ আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক রয়েছে। জর্দান ও মিসর ছাড়া অন্য কোনো আরব দেশ যখন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বা তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তখন একথা জানালেন ইসরায়েলের এই রাষ্ট্রদূত। ড্যানন গতকাল ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ‘ওয়াইনেট’কে বলেন, ‘তারা এখনো আমাদেরকে স্বীকৃতি না দিলেও আমি একথা বলতে পারি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে।’ তিনি আরও বলেন, ‘এসব আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব উপলব্ধি করেছে।’ ইসরায়েলের এই রাষ্ট্রদূত এমন সময় এ তথ্য প্রকাশ করলেন যখন মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর লক্ষ্যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করেছে বলে খবর বের হয়েছে। গত ১৪ নভেম্বর লেবাননের দৈনিক ‘আল-আখবার’ সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে লেখা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের একটি গোপন চিঠির বিবরণ প্রকাশ করে। বিবিসি।

সর্বশেষ খবর