বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আইনস্টাইনের চিঠি নিলামে

আপেক্ষিক তত্ত্বের সফলতার পর উচ্ছ্বাস প্রকাশ করে বন্ধু মাইকেল বেসোকে একটি চিঠি লিখেছিলেন এই তত্ত্বের জনক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তার সই করা ওই চিঠি নিলামে উঠছে। এর দাম ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হয়েছে। ওই চিঠিতে বার্লিনের পোস্টমার্ক ও তারিখ দেওয়া আছে ১০ ডিসেম্বর ১৯১৫। নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’ এই নিলামের আয়োজন করেছে। ওই চিঠিতে উচ্ছ্বাস প্রকাশ করে আইনস্টাইন লিখেছেন, ‘সাহসী স্বপ্ন এখন পূরণ হয়েছে’।

যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ জানিয়েছে, নভেম্বরের ৪ থেকে ২৫ তারিখের মধ্যে প্রুশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেসের কাছে আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের চারটি পত্র দাখিল করেছিলেন। আপেক্ষিক তত্ত্ব পদার্থবিজ্ঞানে এক আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব। ১৯১৬ সালে এটি প্রকাশিত হয়। দ্য হিন্দু।

সর্বশেষ খবর