বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিপর্যয়ের দিকে মাউন্ট আগুং আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ার বালিতে মাউন্ট আগুং-এ বিস্ফোরণের পর, হাজার হাজার মিটার উচ্চতায় বাতাসে ছাই ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ছাই ভরা মেঘের কারণে বালির এনগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৪৮ ঘণ্টার জন্য সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। এর আগে, রবিবার পূর্বের আরেক দ্বীপ লম্বোকের ছোট আরেকটি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছিল। ফাঁদে পর্যটকরা : সপ্তাহজুড়ে ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার পর্যটক বেশ দুশ্চিন্তায় পড়েছে। রবিবার এয়ার এশিয়া তাদের ৩০টি ফ্লাইট বাতিল করে। বিবিসি

সর্বশেষ খবর